স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাক্ষী হলো আম্পায়ারের অদ্ভুত এক ভুল সিদ্ধান্তের, যা নিয়ে সমালোচনা চলছে দেশের ক্রিকেটমহলে। এমন ভুল করে আম্পায়ার্স কমিটি থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। বিষয়টি রবিবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
তিনি বলেন, ‘খেলাঘর থেকে কোনো অভিযোগ না এলেও বিষয়টি আমার নজরে এসেছে। তাই আম্পায়ার্স কমিটি থেকে তার কাছে এমন ভুলের আনুষ্ঠানিক কারণ জানতে চেয়েছি। আমি ওই আম্পায়ারের সঙ্গে কথা বলেছি ইতোমধ্যে। তিনি আমাকে জানিয়েছেন যে, অমনোযোগের কারণে এমন ভুল করেছেন। তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। আম্পায়াররাও তো মানুষ, তাদের ভুল হতে পারে। আনুষ্ঠানিকভাবে তার বক্তব্য চাই।’
রোববার বিকেএসপিতে আবাহনী ও খেলাঘরের ম্যাচে ভুল সিদ্ধান্তটি দেন ২৮টি আন্তর্জাতিকে আম্পায়ারিং করা মাসুদুর রহমান মুকুল। ইনিংসের ষষ্ঠ ওভারে বল করছিলেন স্পিনার আরাফাত সানি। তার ডেলিভারিটি বাঁ পা এগিয়ে সোজা ব্যাটে ডিফেন্স করেন খেলাঘর সমাজকল্যাণ সমিতির ওপেনার হাসানুজ্জামান। বল ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় ফাইন লেগে।
বোলার সানি বিষয়টি দেখেই আবেদন করেননি। রান বাঁচানো দিকে মনোযোগী ছিলেন। আম্পায়ারের দিকেও তাকাননি তিনি। উইকেটরক্ষক জাকের আলী অনিক শুরুতে একটু উৎসাহ দেখালেও পরমুহূর্তে মাথায় হাত দিয়ে বলের গতিপথে তাকিয়ে থাকেন।
এদিকে দুই প্রান্তের ব্যাটাররা রানের উদ্দেশ্যে দৌড়ও শুরু করেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আম্পায়ার মুকুলের আউটের সংকেত দিয়ে আঙুল উঁচু করেন। জানান, হাসানুজ্জামান এলবিডব্লিউ হয়েছেন।
উইকেট পেয়েও সানিকে উল্লাস করতে দেখা যায়নি। ব্যাটার হাসানুজ্জামানও বিশ্বাস করতে পারছিলেন না আম্পায়ারের সিদ্ধান্ত। সিঙ্গেল নিতে গিয়ে ক্রিজের মাঝপথে থেমে যান। হতাশা আর বিস্ময় নিয়ে আম্পায়ার মুকুলের দিকে তাকিয়ে থেকে মাথায় (হেলমেটে) হাত রেখে চলে যান ড্রেসিংরুমে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।