জুমবাংলা ডেস্ক : একটু বেঁচে থাকার আর্তনাদ করছেন ফরিদপুরের নগরকান্দার শাহেব মোল্যা (৫১)। প্রায় আড়াই বছর আগে গ্যাংরিন রোগে আক্রান্ত হয়ে এক পা ও এক হাতের কেটে ফেলতে হয় শাহেব মোল্যার। শাহেব মোল্যা নগরকান্দার পুড়াপাড়া ইউনিয়নের দুলালী এলাকার বাসিন্দা। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সর্বশান্ত হয়ে পড়া এই শাহেব মোল্যা টাকার অভাবে কিনতে পারছে না ওষুধ।
শাহেব মোল্যা বলেন, ব্যাথার যন্ত্রণা আর সইতে পারছি না বাবা। প্রতিদিন ১৩০ টাকার ওষুধ লাগে, চাল কিনবো নাকি ওষুধ কিনবো। আমার পা ও হাতের কাটা অংশে তীব্র ব্যাথা অনুভব করছি সহ্য করতে পারি না। ডা: বলছে কাটা অংশে আবার অপারেশন করতে হবে তা না হলে এটি ঠিক হবে না। কিন্তু অপারেশন করার সামর্থ্য আমার নেই। আমি বাঁচতে চাই বাবা, আমার জন্য কিছু একটা করো, আমি আর সইতে পারছি না ব্যাথার যন্ত্রণা।
শাহেব মোল্যার দুটি ছেলে থাকলেও তারা এই খরচ বহন করতে পারছে না। বড় ছেলে একটা হোটেলে কাজ করে এবং ছোট ছেলে লিপু সুলতান এবার এসএসসি পাশ করেছে। সে পড়াশোনার খরচ ও বাবার ওষুধের টাকা জোগাড় করতে এলাকায় যে কাজ পায় সে কাজ করে।
এদিকে পুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবু ফকির বলেন, শাহেব মোল্যাকে একাধিকবার আমি সহযোগিতা করেছি, তবে বর্তমানে তার কি অবস্থা আমি তা বলতে পারছি না। আমি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।