স্পোর্টস ডেস্ক: শুরু হয়ে গেল ছয় দলের এশিয়া কাপ ২০২৩। প্রথম খেলায় আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা পাকিস্তান দল খেলছে তালিকার ১৫ নম্বর স্থানে থাকা নেপালের বিরুদ্ধে। প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
তবে প্রথমেই ব্যাটে নেমে জোড়া উইকেট হারিয়ে বড় দুই ধাক্কা খেয়েছে পাকিস্তান। উদ্ভোধনী ব্যাটার ফখর জামান ও ইমাম উল হকের উইকেট হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। ফখর জামান ২০ বলে ১৪ রান ও ইমাম উল হক ১৪ বলে ৫ রান করে আউট হন।
এই মুহুর্তে ১৬ বলে ১৩ রানে বাবর আজম এবং ১৭ বলে ১০ রানে মোহাম্মদ রিজওয়ান ব্যাট করছেন। ১১ ওভার শেষে ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৪৯ রান। দুই দলের মধ্যকার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে।
অধিনায়ক রোহিত পাউডেলের নেতৃত্বে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে নামবে নেপালের দল। নেপাল ক্রিকেট দল তাদের অধিনায়ক রোহিত পাউডেলের নেতৃত্বে, এই বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলপ্রিমিয়ার কাপ জিতে এশিয়া কাপ ২০২৩-এর জন্য যোগ্যতা অর্জন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।