বিসিবি সভাপতির বাসায় তামিম

তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনের পৌঁছেছেন তামিম ইকবাল। বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতেই সেখানে হাজির হয়েছেন তিনি।

তামিম ইকবাল

ইংল্যান্ড যাওয়ার আগেই তামিম বলে গিয়েছিলেন দেশে ফিরে বৈঠকে বসবেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এবং বোর্ড কর্তাদের সঙ্গে। কিছুটা গোপনীয়তা রেখেই এই বৈঠক হচ্ছে। বৈঠকে তামিম তুলে ধরতে পারেন তার বর্তমান পরিস্থিতি, কেন তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

ইলিশের দাম নিয়ে সুখবর

এর আগে গত মাসে চট্টগ্রামে আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডের পর আচমকা অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর বিভিন্ন গণমাধ্যমে ক্ষোভ ঝাড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু বিষয় নিয়ে। তবে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তিনি বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন কিনা।