সাইফুল ইসলাম : পদোন্নতির দাবিতে “No Promotion, No Work” স্লোগান তুলে কর্মবিরতিতে নেমেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা। রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ক্লাস বর্জন শুরু করেন।

কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২ থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত প্রায় সবাইই পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন। বিভাগীয় পরীক্ষা, সিনিয়র স্কেল, চাকরির পাঁচ বছরের মেয়াদসহ সব ধরনের শর্ত পূরণ করলেও চাকরির দীর্ঘ ১২ বছর পার হয়ে গেলেও তারা এখনো পদোন্নতি পাননি। এটি তাঁদের কাছে চরম অবিচার বলে মনে করছেন।
শিক্ষকরা অভিযোগ করেন, দেশে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত হলেও এই খাতই দীর্ঘদিন ধরে অবহেলিত। “শিক্ষাই জাতির মেরুদণ্ড” বলা হলেও বাস্তবে শিক্ষাক্ষেত্রে সমস্যার কারণে জাতির অগ্রগতি ব্যাহত হচ্ছে। তাই যেকোনো জাতীয় সংস্কার কার্যক্রমে শিক্ষা খাতকে অবশ্যই অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, জুলাই ২০২৪-এর বিপ্লবের পরে বিভিন্ন বিসিএস ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারের যোগ্য কর্মকর্তারা এখনও বঞ্চিত। এমনকি খুব সম্প্রতি স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারাও অতিরিক্ত (সুপার নিউমেরারি) পদে পদোন্নতি পেয়েছেন। অথচ শিক্ষা ক্যাডারের পদোন্নতি দিলে সরকারের বাড়তি ব্যয় তেমন বাড়বে না বলেও দাবি করেন তারা।
তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষকরা।
এসময় উপস্থিত ছিলেন বিসিএস প্রভাষক পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাজাহারুল ইসলাম, মানিকগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক আবা খালেদ মহসিন উদ্দিন, সদস্য সচিব তাপসী রাবেয়া মারজান, প্রভাষক সৈয়দ রাহিমুর রহমান, মো. আজিম মিয়া ও মো. আব্বাস আলী প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



