জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশীয় অস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সাবেক কাউন্সিলর ও এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২৫ অক্টোবর) শহরের কমলপুর থেকে সাবেক কাউন্সিলর ও গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আশরাফুল আলম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য রহিম ভূঁইয়া।
র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৯ জুলাই রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোলবোমা, ককটেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের ওপর হামলা করে কাউন্সিলর আশরাফুল আলম ও ছাত্রলীগ নেতা রহিম ভূঁইয়া। এ ঘটনায় জগন্নাথপুর এলাকার বাসিন্দা ও আন্দোলনে আহত মামুন মিয়া বাদী হয়ে মামলা করেন। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় আলম সরকার ও রুবেল মিয়া নামের দুজন দুটি মামলা করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। হামলার ঘটনায় আশরাফুল তারা জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী হামলার ঘটনায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে একই মামলায় এজাহারভুক্ত আটজন ও অজ্ঞাত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।