বাংলাদেশের কাছে হারের যে কারণ জানালেন প্রোটিয়া অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতির ছিল বাংলাদেশের। তবে শেষদিকে প্রচুর রান পায় টাইগাররা। শুধু শেষের ২০ ওভারে ১৮০ রান তুলে তারা।

এতে দক্ষিণ আফ্রিকাকে ৩১৫ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত যা ছুঁতে পারেনি স্বাগতিকরা। ফলে দেশের মাটিতে টাইগারদের বিপক্ষে প্রথম পরাজয়ের ক্ষত নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

মূলত এই আক্ষেপেই পুড়ছেন স্বাগতিক অধিনায়ক টেম্বা বাভুমা। ম্যাচ শেষে ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, ‘শেষ ২০ ওভারে ১৮০ রান দেওয়াটা ঠিক হয়নি। প্রথম ১০ ওভার ভালো বোলিং করেছিল বোলাররা। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। যদিও নিয়ন্ত্রিত বোলিং করার জন্য বারবার বোলারদের সঙ্গে আলোচনা করেছি আমরা।’

বাভুমা বলেন, ‘এটি আমাদের কন্ডিশন। এর সঙ্গে আমরা মানানসই। তবে আমরা খুশি হতাম লক্ষ্যটা ২৭০-২৮০ থাকলে। তবে ৪০ রান বেশি হয়ে গিয়েছিল।’

প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘৩০০ রান তাড়া করতে হলে কাউকে সেঞ্চুরি হাঁকাতে হয়। অন্যদের সমর্থন দিতে হয়। অসময়ে আমি আউট হয়েছি। রসি ভ্যান ডার ডুসেন ও ডেভিড মিলার যতক্ষণ ক্রিজে ছিল, ততক্ষণ প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম। আগামী ম্যাচের আগে আমাদের বোলার-ব্যাটার, উভয়ের সঙ্গেই কথা বলতে হবে।’

ভারতকে হারিয়ে এশিয়ার সেরা বাংলাদেশ