পদ্মা সেতুর নামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

স্পোর্টস ডেস্ক: উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের পদ্মা সেতু। তবে উদ্বোধনের আগে পদ্মা সেতুকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আসন্ন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের নামকরণ করা হয়েছে ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড’।

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

আগামী ২৫ জুন উদ্বোধন হবে পদ্মা সেতু। মূলত এ সিরিজের পৃষ্ঠপোষক ওয়ালটন। ৬.১৫ কিলোমিটারের এই সেতুর পটভূমি ও আগমণীবার্তা তুলে ধরতেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ
এমনকি এর লোগোও তৈরি করা হয়েছে পদ্মা সেতুর আদলে। লোগোটিতে একটি ক্রিকেট বলের উপর সেতুর একটি ভিজ্যুয়াল উপস্থাপনা রয়েছে যার শিরোনামে রয়েছে ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’

আগামীকাল ১৬ জুন, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উইন্ডিজের বিপক্ষে এ পূর্ণাঙ্গ সিরিজ। প্রথমেই রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় দ্বিতীয়। এরপর রয়েছে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

দৌড়ে রান করার চেয়ে ছক্কা বেশি মারেন যেসব ব্যাটসম্যান