স্পোর্টস ডেস্ক: ২০০২ সাল পর্যন্ত স্টার স্পোর্টস এর সঙ্গে চুক্তিবদ্ধ ছিল বিসিসিআই। এতদিন পর্যন্ত আইপিএলের সমস্ত ম্যাচ স্টার স্পোর্টস এর বিভিন্ন চ্যানেলে দেখানো হত। ২০২২ সালে আইপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই চুক্তি শেষ হয়েছে। নতুন করে চুক্তি করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল বিসিসিআই।
এই স্বত্ব কেনার লড়াই করেছিল জি, স্টার, সোনি এবং রিলায়ান্স- ভায়াকম১৮। অপর তিনটি সংস্থাকে টেক্কা দিয়ে গতবারের মতো এবারও আইপিএল দেখানোর সত্ত্ব বিসিসিআই এর কাছ থেকে ছিনিয়ে নিল ডিসনি স্টার।
৪৪,০৭৫ কোটি টাকার বিনিময়ে আগামী পাঁচ বছরের জন্য আইপিএল ম্যাচ দেখানোর সত্ত্ব কিনে নিয়েছে ডিসনি স্টার। গতবারের মতো আগামী ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের খেলা দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। যদিও কোন চ্যানেল আইপিএল দেখানোর স্বত্ব পেয়েছে, তা সরকারি ভাবে জানায়নি বোর্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।