নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে স্পেন

স্পেন

স্পোর্টস ডেস্ক : মেয়েদের বিশ্বকাপের গতবারের রানার্সআপ নেদারল্যান্ডসকে এবার থামতে হলো কোয়ার্টার ফাইনালে। শুক্রবার ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের খেলায় তাদের ২-১ গোলে হারিয়েছে স্পেন এবং প্রথমবার সেমিফাইনালে খেলার স্বাদ পেতে যাচ্ছে।

স্পেন

গত দুইবার শেষ ষোলো থেকে বিদায় নেওয়া স্পেন নির্ধারিত সময়েই জেতার পথে ছিল। কিন্তু ডাচরা যোগ করা সময়ে সমতা ফেরালে আরও ৩০ মিনিট খেলা হয়। সেখানে বার্সা টিনএজার সালমা পারালুয়েলো ম্যাচের পার্থক্য গড়ে দেন।

ষষ্ঠ র‌্যাঙ্কিংধারী স্পেন আগামী মঙ্গলবার অকল্যান্ডে জাপান কিংবা সুইডেনের বিপক্ষে সেমিফাইনালে খেলবে।

ডাচ ডিফেন্ডার স্টেফানি ফন ডার গ্রাট প্রতিপক্ষের বক্সের মধ্যে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় স্পেন। ৮১তম মিনিটে মারিওনো কালদেন্তি লক্ষ্যভেদ করতে ব্যর্থ হননি।

নিজের শেষ বিশ্বকাপে ফন ডার গ্রাট প্রায়শ্চিত্ত করেন ৯১তম মিনিটে সমতাসূচক গোল করে। তাতে ম্যাচ যায় অতিরিক্ত সময়ে।

আগে ফিটফাট হয়ে নিই, এরপর কাজে নামব: পরীমনি

এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধে থ্রু বল ধরে প্রতিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানিয়ে পেনাল্টি এরিয়া থেকে বাঁ পায়ের শটে ডাফনে ফন ডমসেলারকে বোকা বানান এবং প্রথম বিশ্বকাপ গোল করে স্পেনের ইতিহাস গড়েন পারালুয়েলো।