জুমবাংলা ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিক্ষুকের অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই ও ছিনতাইকারীকে আটকের ঘটনা ভাইরাল হয়েছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। গত শনিবার (৯ এপ্রিল) কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এ ঘটনাটি ঘটে।
এদিকে ভাইরাল ছবির ক্যাপশনে লেখা, কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এক ভিক্ষুকের ২৬ হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের হাতে ধরে পড়েন এক ছিনতাইকারী। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই ফোনটির বাজারমূল্য ১৩ হাজার টাকা।
ভাইরাল হওয়া ছবিতে অনেকেই মন্তব্য করে বলছেন, যেখানে সংসার চালাতে হিমশিম খেতে হয় অনেককেই। সেখানে একজন ভিক্ষুক হয়ে দামি ব্যান্ডের মোবাইল ব্যবহার করছে। আরেকজন লিখেন, দেশের উন্নয়নের অন্যতম দৃষ্টান্ত এই ভিক্ষুকের ফোন। এরপরেও কিছু মানুষ বলবে দেশের উন্ননয়ন নেই।
এ বিষয়ে কুমিল্লা ট্রাফিক পুলিশের এটিএসআই নুরু উদ্দিন বাহার বলেন, কান্দিরপাড়ের টাউন হল গেটে রিকশায় বসে প্রতিদিনের মতো ভিক্ষা করছিলেন প্রতিবন্ধী সোলেমান। হঠাৎ তার চিৎকার শুনে এগিয়ে যাই। জানতে পারলাম তার ব্যবহৃত ফোনটি ছিনতাই হয়ে গেছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করি।
তিনি আরও জানান, ভিক্ষার টাকা জমিয়ে ফোনটি কিনেছেন যেন অবসর সময়ে গান শুনতে পারেন। ছিনতাই হওয়া মোবাইলটি আমরা ভুক্তভোগী সোলেমানের হাতে দিয়েছি। অভিযুক্ত ছিনতাইকারী শামিমকে কুমিল্লা সদর থানায় পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।