স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগে বড় জয় পেয়েছে বেলজিয়াম। ‘এ’ লিগের গ্রুপ ফোরের ম্যাচে পোল্যান্ডকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে দলটি। গ্রুপের আরেক ম্যাচে ওয়েলসকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে নেদারল্যান্ডস।
ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে বেলজিয়াম। লেভানডোভস্কির গোলে ২৮ মিনিটে লিড নেয় পোল্যান্ড। পিছিয়ে পেড়ে অ্যাক্সেল উইটসেলের গোলে ৪২ মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে গোল উৎসব করে মার্টিনেজ শিষ্যরা। ৫৯ মিনিটে বেলজিয়ামকে এগিয়ে দেন ডি ব্রুইনা।
৭৩ ও ৮০ মিনিটে বেলজিয়ামের হয়ে আরও দু’টি গোল করেন লেয়ান্ড্রো ট্রোসার্ড। ৮৩ মিনিটে স্বাগতিকদের হয়ে পঞ্চম গোল করেন মিডফিল্ডার লেয়ান্ডার ডেন্ডনকার। ইনজুরি সময়ে বেলজিয়ামের হয়ে ষষ্ঠ গোল করেন স্ট্রাইকার লোইস ওপেন্ডা। এক জয় আর এক ড্রতে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে বেলজিয়াম।
আরেক ম্যাচে সদ্য কাতার বিশ্বকাপ নিশ্চিত করা ওয়েলস প্রথমার্ধ পর্যন্ত আটকে রাখে নেদারল্যান্ডসকে। তবে দ্বিতীয়ার্ধে রক্ষণ ভেঙে যায় ওয়েলসের। ৫০ মিনিটে মিডফিল্ডার টিউন কুপমেইনার্স লিড এনে দেন ডাচদের।
ইনজুরি সময়ে ম্যাচে সমতা আনে গ্যারেথ বেলের দল। ওয়েলসের হয়ে গোল করেন ডিফেন্ডার রাইস ডেভিস। তবে দুই মিনিট পরই নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করেন বার্নলিতে খেলা স্ট্রাইকার ভেঘোর্স্ত। টানা দুই জয়ে গ্রুপের শীর্ষে ডাচরা।
বাংলাদেশ সময় অনুযায়ী বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিলের গ্রুপ পর্বের সূচি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।