মোটা অঙ্কের বিনিময়ে বেনজেমাকে ডাকছে সৌদি ক্লাব

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোকে মোটা অঙ্কে দলে টেনেছে আল নাসের। পিএসজি ছাড়ার প্রবল সম্ভাবনার মুখে লিওনেল মেসির সঙ্গে আল হিলালের চুক্তি সংক্রান্ত আলোচনার ঝড় বইছে। এলো নতুন খবরও। দুবছরের চুক্তিতে ৪০০ মিলিয়ন ইউরোয় রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাকে প্রস্তাব দিয়েছে আরেক সৌদি ক্লাব আল ইত্তিহাদ।

২০২২ সালে ব্যালন ডি’অর জয়ী ফরাসি ফুটবলার চলতি মাসের শুরুতে রিয়ালের সঙ্গে একবছরের চুক্তি নবায়নের জন্য সম্মত হয়েছিলেন বলে খবর ছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সৌদি আরব থেকে আসা প্রস্তাব বিবেচনা করছেন ৩৫ বর্ষী ফরোয়ার্ড।

সৌদি আরব ২০৩০ সালে বিশ্বকাপের আয়োজক হতে মরিয়া। কারা হবে স্বাগতিক দেশ সেজন্য ২০২৪ সালের সেপ্টেম্বরে হবে ভোটভুটি। এর আগে বড় তারকাদের সৌদি প্রো লিগে খেলতে আনাটাকে মধ্যপ্রাচ্যের দেশটির প্রচারণার পন্থা হিসেবে দেখা হচ্ছে।

বেনজেমা চলতি মৌসুমে একাধিক চোটজনিত সমস্যায় ভুগেছেন। কাতার বিশ্বকাপের স্কোয়াডে অপরিহার্য খেলোয়াড় হলেও ফিটনেস টেস্টে উতরে যেতে না পারায় ছিটকে যান।

লা লিগায় বার্সেলোনার কাছে অনেক আগেই শিরোপা হারিয়েছে লস ব্লাঙ্কোস দল। এ মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের লিগে আর একটি ম্যাচ বাকি। ৪ জুন তাদের প্রতিপক্ষ অ্যাথলেটিক ক্লাব। রিয়াল জার্সিতে এটিই হতে পারে বেনজেমার শেষ ম্যাচ।

ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য ডেকেছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। স্পেনের এক রেডিও খবরে এসেছে, বেনজেমার সঙ্গে ফোনে কথা বলেছেন পেরেজ। বলেছেন, ‘যদি চলে যেতে চান বলে ফেলুন। নিজের জন্য যা উপযুক্ত মনে করেন, আপনি সেটি করার যোগ্য ব্যক্তি।’

ফোনালাপের ঘটনা সত্যি হলে বলা যায়, বেনজেমা চলে যেতে পারেন বলেই মানসিক প্রস্তুতি নিচ্ছেন পেরেজ। স্প্যানিশ গণমাধ্যম বলছে, স্পেনের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা জোসেলু মোতা কিংবা ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন শূন্যস্থান পূরণে রিয়ালে আসতে পারেন।

রোনালদোর হাতের এ সবুজ ঘড়িটি দিয়ে কেনা যাবে ৮টি ফ্ল্যাট, দাম জানলে অবাক হবেন