স্পোর্টস ডেস্ক : ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অন্যতম সদস্য ছিলেন ক্রিশ্চিয়ান কারেম্বো। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতেও। চলতি মৌসুমে রিয়ালের হয়ে দুর্দান্ত খেলা করিম বেনজিমাকে এগিয়ে রাখলেন এবারের ব্যালন ডি’অর জয়ে। তবে পরের বার পিএসজিতে থেকেই এই পুরস্কার জিতবেন কিলিয়ান এমবাপ্পে।
এমনটাই জানালেন ক্রিশ্চিয়ান কারেম্বো।
৩৬ ঘণ্টার জন্য বাংলাদেশে এসেছেন কারেম্বো। গতকাল ঢাকায় নেমেই দেখা করেছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে। আর আজ সারা দিন কাটিয়েছেন এ দেশের ফুটবলপ্রেমীদের সঙ্গে। সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলেছে সমর্থকেরা। তাদেরকে দেখেই সময় পার করেছেন তিনি। এরপর বিকেলে চলে যান আর্মি স্টেডিয়ামে। সেখানে ট্রফি নিয়ে খানিক্ষণ সময় কাটান কনসার্টে আসা দর্শকদের সঙ্গে।
বিশ্বকাপ ট্রফিকে ঘিরে কাল থেকে এদেশের মানুষের আগ্রহের কমতি নেই। বাংলাদেশ কখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও বিশ্বকাপ নিয়ে উন্মাদনার যেনো শেষ হয়। যা দেখে বিস্মিত হয়েছেন এই ফ্রেঞ্চ তারকা।
বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের পরে খোশ গল্পে ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রেঞ্চ তারকা বলেছেন,’এবার করিম বেনজিমা জিতবে ব্যালন ডি’অর। পরেরবার কিলিয়ান (এমবাপ্পে) জিততে পারে পিএসজি থেকেই। ‘ তবে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া না যাওয়া নিয়ে তার মুখে কোনো কথা নেই। ক্রিশ্চিয়ান কারেম্বো’র মনোযোগ এখন বিশ্বকাপ ট্রফি ট্যুর নিয়েই। বাংলাদেশে দুই দিনের সফর বেশ উপভোগ করছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।