বেনজীরের স্ত্রীর ঘের থেকে মাছ চুরি, গ্রেফতার ৩

মাছ চুরি

জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীরের ঘের থেকে মাছ চুরির অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

মাছ চুরি

শুক্রবার (১২ জুলাই) মাছ চুরির মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিলে ওই ঘের থেকে মাছ ধরার সময় তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ডহরপাড়া গ্রামের কুঞ্জ সমাদ্দারের ছেলে কিশোর সমাদ্দার (২০), ফায়েক শেখের ছেলে আলামিন শেখ (২৮) ও পশ্চিমপাড়া গ্রামের তৈয়াবুর রহমানের ছেলে মনির হোসেন (৫০)।

কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ বলেন, ঘের থেকে মাছ ধরার কথা জানতে পেরে ঘটনাস্থল গিয়ে পুলিশের সহযোগিতায় তিনজনকে আটক করি। এ সময় তাদের কাছ থেকে ১৭ কেজি রুই মাছ ও ১টি জাল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় অফিস সহায়ক তৈমুর হাওলাদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন।

চেহারা সুন্দর ও তরতাজা করতে যা করবেন, যা করবেন না

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাছ চুরি আইনে মামলা দিয়ে, আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।