বিনোদন ডেস্ক : এবারের অস্কারে সেরা চলচ্চিত্রের মনোনয়নপ্রাপ্ত ‘পুওর থিংস’ নিয়ে রসিকতা করে বিতর্কে জড়ালেন উপস্থাপক জিমি কিমেল। তাঁর কথায় সেরা অভিনেত্রীর পুরস্কার বিজয়ী এমা স্টোনের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। উপস্থাপকের কথায় তিনি বিরক্তি প্রকাশ করেছেন; এমনকি কেউ কেউ বলছেন উপস্থাপককে গালিও দিয়েছেন অভিনেত্রী!
বাংলাদেশ সময় সোমবার (১১ মার্চ) ভোরে আমেরিকার ডলবি থিয়েটারে বসা অস্কার অনুষ্ঠানে সিনেমাটির বিষয়বস্তু নিয়ে রসিকতা করেন কিমেল। তাঁর মতে, পুওর থিংস অত্যাধিক যৌনতাপূর্ণ।
অস্কারে যাওয়ার রাস্তায় ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভঅস্কারে যাওয়ার রাস্তায় ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ
মজার ছলে কিমেল বলেন, ‘পুওর থিংসের সেই অংশগুলো আমাদেরকে টিভিতে দেখানোর অনুমতি দেওয়া হয়েছে।’
তারপরই ক্যামেরা ধরা হয় স্টোনের দিকে, আপাতদৃষ্টিতে এই রসিকতায় খুশি নন তিনি। মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই অভিনেত্রীর ঠোঁটের ভাষা বুঝে নেটিজেনরা বলছেন, কিমেলকে তিনি ‘প্রিক’ বলে গালি দিয়েছেন। যদিও তা নিশ্চিত হওয়া যায়নি। আবার এ ধরনের রসিকতা করায় কিমেলের উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন এমা-ভক্তরা। একহাত নিয়েছেন কিমেলকে! সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা।
Emma Stone calling Jimmy Kimmel a 'prick' after he insinuated that Poor Things was only about sex….#Oscars #Oscars2024 pic.twitter.com/OXE2vEHx2e
— Caolán Mc Aree (@Caolanmcaree) March 10, 2024
প্রসঙ্গত, নির্মাতা ইয়োর্গস লান্থিমোসের পুওর থিংস সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ৩৫ বছর বয়সী এমা স্টোন। আর এই সুবাদে অস্কারে দ্বিতীয়বারের মতো সেরা অভিনেত্রীর মনোনয়ন পান তিনি। সেরার পুরস্কারটিও উঠেছে তাঁর ঘরেই।
পুওর থিংস সিনেমাটির গল্প এগিয়েছে বেলা বাক্সটার নামের এক তরুণীকে কেন্দ্র করে। আত্মহত্যার পর তাঁর মস্তিষ্কে গর্ভে থাকা শিশুর মস্তিষ্ক প্রতিস্থাপন (ব্রেন ট্রান্সপ্ল্যান্ট) করে দেওয়া হয়। এরপর নতুন এক অ্যাডভেঞ্চারের অংশ হয় চরিত্রটি। যা শুধু যৌনতাই নয়, পৃথিবীর বিভিন্ন বাস্তবতাও ফুটিয়ে তোলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।