স্পোর্টস ডেস্ক : এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার কে? এমন প্রশ্নে ক্রিকেটবোদ্ধাদের মাঝেই নানা মত আছে। আগেও ছিল। সময়ের সেরা বোলার নির্বাচিত করা সহজ কাজ নয়। এই সময়ে যেমন প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, যশপ্রীত বুমরাহদের রাজত্ব চলছে।
তাদের মাঝে একজনকে বেছে নেওয়া কঠিনই বটে। তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম যাকে বেছে নিয়েছেন, তিনি এই তিনজনের কেউ নন।
সম্প্রতি সাবেক প্রোটিয়া পেসার ডেল স্টেইন বলেছিলেন, এই মুহূর্তের বিশ্বের সেরা ব্যাটারের নাম বাবর আজম। সেই বাবর আজমের কাছেই জানতে চাওয়া হয়, এই মুহূর্তের বিশ্বসেরা বোলারের নাম। জবাবে তিন সংস্করণের অধিনায়ক বলেন, ‘শাহিন শাহ আফ্রিদিই আমার কাছে এক নম্বর বোলার। সে (ভবিষ্যতে) র্যাংকিয়েও প্রথম স্থানে থাকবে। শাহিন যেভাবে পরিশ্রম করে এবং পারফর্ম করছে, এতে সে আরো অনেক দূর এগিয়ে যাবে। ‘
২২ বছর বয়সী বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি তিন ফরম্যাটেই বোলারদের র্যাংকিংয়ের সেরা দশে আছেন। মাত্র তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারেই নিজের জাত চিনিয়েছেন। ২৪ টেস্টে নিয়েছেন ৯৫ উইকেট। এ ছাড়া ৩০ ওয়ানডেতে ৫৯ আর ৪০ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪৭ উইকেট। গত বছর সবচেয়ে কম বয়সে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছেন শাহিন। নতুন বলে উইকেট তুলে নেওয়ার দারুণ ক্ষমতা আছে সময়ের সেরা এই পেসারের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।