জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীর ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৩টি ভারতীয় গরুসহ ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলেন- ভারতের মুর্শিদাবাদ জেলার রফিকুল ইসলামের ছেলে সারফরাজ ইসলাম (১৮), আলেক শেখের ঝেলে আসলাম শেখ (১৮), রতন সিংহের ছেলে দ্বীপ সিংহ (২৩), বাইতুল মহালদারের ছেলে রনি মহালদার (১৯) ও মেনাউলের ছেলে ওলিল (১৮)।
রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান জানান, সীমান্তে নিয়মিত টহলের সময় গতকাল শনিবার শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৩টি ভারতীয় নৌকার গতিবিধি সন্দেহজনক হওয়ার তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় একটি নৌকা ভারতের অভ্যন্তরে দ্রুত পালাতে সক্ষম হলেও দুটি নৌকা আটক করা হয়। পরে নৌকা দুটি তল্লাশি করে তিনটি হাঁসুয়া ও তিনটি ভারতীয় গরু উদ্ধার করে বিজিবি। সেইসঙ্গে ৫ জন ভারতীয় চোরাকারবারিকে আটক করা হয়।
বিজিবির এই কর্মকর্তা আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর এবং প্রতিপক্ষ বিএসএফকে প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।