জুমবাংলা ডেস্ক : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস পত্মী তাহসিনা রুশদীর লূনাকে ভাবি সম্বোধন করে বলেন, ‘ভাবি দেবরে মিলিয়া উন্নয়নের সয়লাব ঘটাইমু ওসমানীনগরে। আমার এমপি মন্ত্রী হওয়া লাগতো নায়, ওসমানীনগর উপজেলার উন্নয়ন করার দায়। এক তারেক রহমান প্রধানমন্ত্রী হইলে জনপ্রতিনিধিদের নিয়ে উন্নয়ন করতাম পারমু। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
শনিবার সন্ধ্যায় ওসমানীনগর উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে কাশিকাপন আধুনিক কমিউনিটি সেন্টারে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লা মিছবাহ ও সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস পত্মী তাহসিনা রুশদীর লূনা।
এ সময় লূনা বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। যুক্তরাজ্য থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যার ফলশ্রুতিতে গত ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমরা আশা করেছিলাম ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন তাদের ফিরে পাব। কিন্তু এখনো ফিরে পায়নি।
তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা গুম সংক্রান্ত কমিশনের কাছে অভিযোগ জমা দিয়েছি। কিন্তু আইনে গুম সংক্রান্ত কোনো শাস্তি নির্ধারণ নেই। আন্তর্জাতিক আদলে গুম সংক্রান্ত অপরাধের আইন প্রণয়ন করে গুমের সঙ্গে যারা জড়িত আছে তাদের শাস্তি দেওয়া হোক। একই সঙ্গে ইলিয়াস আলীসহ গুম হওয়া ব্যক্তিদের ফেরৎ পাওয়ার দাবি জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মইনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রূপ আব্দুল, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, উপজেলা কৃষকদলের সভাপতি মুক্তার আহমদ বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, কলেজ ছাত্রদলের সভাপতি জুনাইদ আহমদ প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।