জুমবাংলা ডেস্ক : দিনভর যে স্কুল মাঠে খেলায় মেতে থাকত কোমলমতি শিশুরা। সেই মাঠে ধানের বীজ রোপণের অভিযোগ উঠেছে মাদারীপুরের ডাসার উপজেলার ১৪৭ নম্বর মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিনা বেগম ও তার স্বামী শহীদর বিরুদ্ধে।
শনিবার (৬ জুলাই) সরেজমিনে গিয়ে স্কুল মাঠে ধানের বীজ রোপণের অভিযোগের সত্যতা মেলে। পরে এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষিকার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, সহকারী শিক্ষিকা রিনা বেগমের বাড়ি স্কুলের আশপাশে হওয়ায় স্কুলকে ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করছেন। এর আগে, গত বছর তিনি স্কুলের ভেতরে ফ্যান ছেড়ে পাট শুকিয়েছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ১৪৭ নম্বর মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন কবিরাজ বলেন, স্কুলের মাঠে ধানের বীজ রোপণ করতে সহকারী শিক্ষিকা রিনা বেগমকে নিষেধ করেছিলাম। কিন্তু, তিনি কথা শোনেননি। বলেছিলেন, কিছু হলে আমি দেখব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ আফরোজ বলেন, স্কুলের খেলার মাঠে ধানের বীজ রোপণের অধিকার শিক্ষিকার নেই। বিষয়টি খোজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।