আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ‘বিস্ফোরক মন্তব্য’ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন দাবি করেছেন— ৪০ বছরের বেশি সময় ধরে তিনি পুতিনকে চেনেন। একই সঙ্গে তিনি বলেছেন, রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট মোটেও ভালো লোক নন। এ কারণে পুতিন তাকে নিয়ে সব সময়ই উদ্বিগ্ন ছিলেন।
বৃহস্পতিবার ফ্রান্সের নরম্যান্ডিতে ইউরোপের মিত্র বাহিনীর অবতরণের দিন ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেন।
সাক্ষাৎকারে বাইডেনের কাছে পুতিনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি একজন স্বৈরশাসক এবং এই হামলা (ইউক্রেনে) চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার দেশকে একত্রে ধরে রাখার বিষয়টি নিশ্চিত করার জন্য সংগ্রাম করে যাচ্ছেন।
বাইডেনের এই মন্তব্য অনলাইনে হাস্যরসের সৃষ্টি করেছে। কারণ ১৯৮০-এর দশকের শুরুর দিকে পুতিন লেনিনগ্রাদে সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির গোপন এজেন্ট ছিলেন। ১৯৮২ সালে পুতিনের বয়স হয় মাত্র ৩০ বছর এবং সেই দশকের শেষার্ধ্বে পুতিন স্পাই হিসেবে পূর্ব জার্মানিতে কাজ করেন। ১৯৯৯ সালে রাশিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে তার চমকপ্রদ নিয়োগের আগপর্যন্ত তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন না।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পাগলা কুত্তার বাচ্চা’ বলে গালি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন বলেন, ‘মানুষের সর্বশেষ অস্তিত্বের হুমকি হলো জলবায়ু। তবে আমাদের পুতিনের মতো পাগলা কুত্তার বাচ্চাদের কারণে সারাক্ষণ পারমাণবিক যুদ্ধ নিয়ে ভাবতে হচ্ছে। অথচ মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হলো জলবায়ু।’
তবে সেই গালিকে বিদ্রূপাত্মকভাবে উড়িয়ে দিয়ে পুতিন বলেন, এ জন্যই আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের চেয়ে তার বাইডেনকে বেশি পছন্দ। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বাইডেনের ‘অভদ্র’ মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে পুতিন বিদ্রূপের হাসি হাসেন এবং বলেন, ‘আমরা যে কোনো প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
তবে আমার মনে হয়, রাশিয়ার জন্য বাইডেনই বেশি পছন্দসই প্রেসিডেন্ট। আর তিনি যা বলেছেন, তা থেকে প্রমাণিত হয়, আমি একেবারে সঠিক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।