বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরে বড় পতন ঘটেছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার শক্তি সঞ্চয় করেছে। এতে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম কমেছে।

কানাডাভিত্তিক প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম কিটকোর এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২০ জুলাই) প্রতি আউন্স স্বর্ণের আগামী আগস্টের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ৮ ডলার ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৪৪ শতাংশ। আউন্সপ্রতি যার দর স্থির ১৯৭২ ডলার ১০ সেন্টে।

নেপথ্য কারণ এদিন ডলার শক্তিশালী হয়েছে। ভগ্নাংশ ক্রয়কে অতিক্রম করেছে মার্কিন কারেন্সি। স্বর্ণের মূল্য তা কমিয়ে দিতে সক্ষম হয়েছে।

এরই মধ্যে স্বর্ণের সরবরাহ মূল্য শূন্য দশমিক ৪৪ শতাংশ নিম্নমুখী হয়েছে। বিপরীতে ডলার শূন্য দশমিক ৫৬ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে।

ডলার সূচক ১০০ অতিক্রম করেছে। বর্তমানে তা ১০০ দশমিক ৫৪৫ পয়েন্টে অবস্থান করছে।

এ প্রেক্ষাপটে স্পট মার্কেটে কিটকো গোল্ড ইনডেক্সের পতন ঘটেছে ৭ ডলার ৫০ সেন্ট। প্রতি আউন্সের দাম নিষ্পত্তি হয়েছে ১৯৬৯ ডলারে।

একই কর্মদিবসে রুপারও দরপতন ঘটেছে। প্রতি আউন্স সবচেয়ে সক্রিয় আসন্ন আগস্টের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশ। আউন্সপ্রতি যার দাম স্থির হয়েছে ২৪ ডলার ৯৫ সেন্টে।

স্পট মার্কেটে রুপার পতন ঘটেছে শূন্য দশমিক ৩৯ সেন্ট। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ২৪ ডলার ৭২ সেন্ট।

তবে আগামীতে স্বর্ণ ও রুপা ঊর্ধ্বগামী হতে পারে। কারণ, চলতি বছর আর মাত্র একবার সুদের হার বাড়াবে ফেডারেল রিজার্ভ (ফেড)। এর মানে চলতি জুলাইয়ে বাড়িয়ে ২০২৩ সালের বাকি সময়ে বিরত থাকবে তারা।