স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া আ্যাশেজ সিরিজে ধীর গতির বোলিংয়ের দায়ে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরো সিরিজে ধীর গতির বোলিংয়ের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ইংল্যান্ডের ১৯ ও অস্ট্রেলিয়া ১০ পয়েন্ট কেটেছে আইসিসি। পাশাপাশি আর্থিক জরিমানার কবলেও পড়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
অ্যাশেজ সিরিজের পর অস্ট্রেলিয়া হারিয়েছে ১০ পয়েন্ট। ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে বরাদ্দ থাকা সময়ের মধ্যে ১০ ওভার বল কম করেছিল তারা। স্লো ওভার রেটের শাস্তিতে ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে তাদের। আর ইংল্যান্ড পাঁচ টেস্টের চারটি মিলিয়ে ১৯ ওভার বল কম করেছে। ১৯ পয়েন্ট হারানোর সঙ্গে ম্যাচ ফির ৯৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে স্বাগতিকদের।
বুধবার (২ আগস্ট) এক বিবৃতিতে আইসিসি জানায়- এজবাস্টনে প্রথম টেস্টে ২ ওভার, লর্ডসে দ্বিতীয় টেস্টে ৯ ওভার, ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে ৩ ওভার, ওভালে শেষ টেস্টে নির্ধারিত সময়ে ৫ ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড। আইসিসি নতুন নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য ৫ শতাংশ আর্থিক জরিমানা এবং প্রতি ওভারের জন্য ১ পয়েন্ট করে কাটা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।