সংযুক্ত আরব আমিরাতে একসঙ্গে ভাগ্য খুলে গেছে হারুন সরদার নূর নবি ও মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবি নামে দুই প্রবাসী বাংলাদেশির। বিগ টিকিট লটারিতে বড় ধরনের পুরস্কার জিতেছেন তারা।
এর মধ্যে হারুন সরদার জিতেছেন দুই কোটি দিরহামের (প্রায় ৬৬ কোটি টাকা) গ্র্যান্ড জ্যাকপট। আর সাইফুল ইসলাম জিতেছেন ‘স্বপ্নের গাড়ি’ রেঞ্জ রোভার ভেলার।
ভাগ্যবান এই দুই বাংলাদেশিই বাস করেন শারজাহ শহরে। ৪৪ বছর বয়সী হারুন ও ৪৩ বছর বয়সী সাইফুল দুজনই অন্য অনেকের মতো ভাগ্য বদলের আশায় দীর্ঘদিন ধরেই বিগ টিকিট কিনে আসছিলেন।
এদের মধ্যে হারুন ২০০৯ সালে আমিরাতে পা রাখার পর থেকেই এই লটারি কিনে আসছেন। অবশেষে ১৫ বছর পর কপাল খুললো এই ট্যাক্সি চালকের। পুরস্কার জেতার খবর শুনে অনেকটাই হতবিহ্বল হয়ে পড়েছিলেন হারুন। অনুষ্ঠানের উপস্থাপক রিচার্ড ও বুশরা যখন তাকে ফোন করে পুরস্কারের ব্যাপারে নিশ্চিত করেন, তখন ফোনের অপরপ্রান্ত থেকে ওকে…ওকে ছাড়া কিছুই বলতে পারছিলেন তিনি।
অন্যদিকে, ৪৩ বছর বয়সী নবি আমিরাতে রয়েছেন ২৫ বছর ধরে। একটি স্পেয়ার পার্টসের দোকানে কাজ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে ১০ সদস্যের একটি দলের হয়ে বিগ টিকিট কিনে আসছিলেন। তবে এবার একাই ড্রিম কার সিরিজে অংশ নেন এবং তাতেই বাজিমাত! গত ১৮ সেপ্টেম্বর কেনা টিকিট তাকে এনে দিয়েছে দামি গাড়ি।
অভিজ্ঞতা জানাতে গিয়ে নবি বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না! গাড়ি নিয়ে কী করবো, তা এখনো ভাবিনি। তবে জানি—এটা আমার ভাগ্যে লেখা ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।