স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে বল হাতে আগুনই ঝরিয়েছেন কিউই পেসাররা। লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্টদের দাপুটে বোলিং দাঁড়াতেই দেয়নি আফগানদের।
১৪৯ রানের বড় জয়ের সুবাদে বিশ্বকাপে টানা চার ম্যাচ জিতে এখন সবার উপরেই থাকছে নিউজিল্যান্ড। ২৮৯ রানের লক্ষ্যে খেলতে নামা আফগানদের তারা ৩৪.৪ ওভারে ১৩৯ রানেই গুটিয়ে দিয়েছে।
বুধবার চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে আফগানদের সামনে টার্গেট ছিল ২৮৯ রান। বোলিং পিচে রান তোলা বেশ কষ্টের। তাই হয়েছে। পাওারপ্লের প্রথম দশ ওভারে রান উঠেছে ওভারপ্রতি তিন করে। তবে সাবধানী শুরু করেও রক্ষা হয়নি তাদের।
ব্যাটিং অর্ডারের দুই ভরসা রহমানউল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান দুজনেই ফিরে গিয়েছেন পাওয়ারপ্লের আগে। হেনরির শিকার গুরবাজ আর জাদরানকে ফিরিয়েছেন বোল্ট।
৯৭ রানে ৪ আর ১০৭ রানের মধ্যে ৫ হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে আফগানরা। সেখান থেকে আর লড়াইয়ে ফিরতে পারেনি। ৩৪.৪ ওভারে ১৩৯ রানে অলআউট হয় হাসমতউল্লাহর দল।
আফগানিস্তানকে ১৪৯ রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে নিউজিল্যান্ড। টানা চার ম্যাচ জিতেছে তারা।
এর আগে তিন হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৮৮ রানের বড় পুঁজিই দাঁড় করিয়েছিল কিউইরা। চেন্নাইয়ে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় আফগানিস্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।