বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আয়তনের দিক থেকে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি। সূর্যের চারপাশে ঘোরা পঞ্চম গ্রহ এটি। মহাশূন্য়ে রয়েছে এর চেয়েও কোনও বড় গ্রহ? এবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-র থেকে মিলল এই প্রশ্নের উত্তর।
গত কয়েক বছরে মহাকাশে আরও কয়েকটি সৌরজগতের হদিশ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আর সেখানেই বৃহস্পতির চেয়েও বড় একটি গ্রহের খোঁজ পেয়েছেন তাঁরা। যার বিজ্ঞান সম্মত নাম ROXs 42 Bb। মহাশূন্যে এখনও পর্যন্ত আবিষ্কার হওয়া এটাই সবচেয়ে বড় গ্রহ বলে দাবি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
NASA সূত্রে খবর, আয়তনের দিক থেকে বৃহস্পতির চেয়ে অন্তত নয় গুণ বড় ROXs 42 Bb। এটা প্রকৃতপক্ষে একটা গ্যাসীয় গোলক। শুধু তাই নয়, কক্ষপথে এটির আকৃতি কতকটা ইংরেজি M অক্ষরের মতো।
২০১৩-র ১৭ অক্টোবরে ROXs 42 Bb অবিষ্কারের কথা ঘোষণা করে কানাডার টরোন্ট বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী থাইন কুরি। এর কিছুদিনের মধ্যেই গ্রহটিকে স্বীকৃতি দেয় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA।
বিজ্ঞানীদের দাবি, ROXs 42 Bb গ্রহের ব্যাসার্ধ বৃহস্পতির চেয়ে অন্তত ১.১২ গুণ বড়। ফলে তার সূর্যের চারপাশে একবার পাক খেতে দীর্ঘ সময় লাগে এই গ্রহের। পৃথিবীর হিসেবে একবার প্রদক্ষিণ শেষ করতে ১৯৬৮.৩ বছর সময় নেয় ওই গ্রহ।
২০২১-এ ২৫ ডিসেম্বরে জেমস ওয়েব নামের একটি অতি শক্তিশালী স্পেস টেলিস্কোপ পাঠায় মহাকাশে পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। গত বছর থেকে এই টেলিস্কোপের পাঠানো একাধিক ছবি সোশাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগেই মহাশূন্যের জোড়া নক্ষত্রের ছবি পোস্ট করে NASA। যাঁদের নাম হারবিগ-হারো ৪৬/৪৭ (Herbig-Haro 46/47) বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
NASA জানিয়েছে, পৃথিবী থেকে এক হাজার ৪৭০ আলোকবর্ষ দূরে রয়েছে ওই দু’টি তারা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পাঠানো ছবিতে মহাশূন্যে নক্ষত্র দু’টিকে জ্বলজ্বল করতে দেখা গিয়েছে। তারা দু’টি একে অপরকে প্রদক্ষিণ করছে বলে জানা গিয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, মহাশূন্যে ROXs 42 Bb চেয়েও বড় গ্রহের হদিশ মিলতে পারে। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে তার খোঁজ চালানো হচ্ছে। পৃথিবীর থেকে কয়েক হাজার আলোকবর্ষ দূরে ওই গ্রহের হদিশ মিলতে পারে বলে অনুমান।
এর পাশাপাশি বৃহস্পতি ও শনি গ্রহ নিয়েও তাৎপর্যপূর্ণ তথ্য দিয়েছে NASA। এই দুই গ্রহের গতিপথ বদলাতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।