প্যারিসে বাইলসের তৃতীয় সোনা

simon-biles

স্পোর্টস ডেস্ক : আর্টিস্টিক জিমন্যাস্টিকসের সর্বকালের অন্যতম সেরা মার্কিন অ্যাথলেট সিমোন বাইলস। ২০১৬ সালে রিও অলিম্পিকে চার স্বর্ণ জিতেই ঐ খেতাব পেতে শুরু করেন তিনি। টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিলেও বাইলস ঐ সেরার তালিকা থেকে সরে যাননি।

simon-biles

চলমান প্যারিস অলিম্পিকে চেনা ছন্দে পারফর্ম করছেন বাইলস। এতে তিনিই সর্বকালের সেরা কিনা সেই প্রশ্ন সামনে এসে গেছে। দলীয় ও ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জয়ের পর প্যারিসে আরো একটি স্বর্ণ জিতেছেন তিনি। ক্যারিয়ারের সপ্তম অলিম্পিক স্বর্ণ এখন তার নামের পাশে।

এদিন ভল্টে স্বর্ণ জিতেছেন বাইলস। প্যারিসে তার দ্বিতীয় স্বর্ণ এসেছিল অলরাউন্ড থেকে।

ভল্টে রৌপ্য জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। তিনিই বাইলসের সবচেয়ে কাছাকাছি আসতে পেরেছিলেন। অলরাউন্ডেও আন্দ্রাদে বেশ লড়াই করেছিলেন। যে কারণে তার বিপক্ষে খেলতে কিছুটা চাপে ছিলেন বলে জানিয়েছেন বাইলস।

অলিম্পিকে রেকর্ড গড়ে উগান্ডার স্বর্ণজয়

বাইলস এ নিয়ে অলিম্পিক ইতিহাসের তৃতীয় জিমন্যাস্ট হিসেবে ১০টি পদক জয়ের কীর্তি গড়েছেন। তার সামনে আরো দুটি ইভেন্টের ফাইনাল আছে। যে দুটিতে পদক পেলে তিনি চেকো স্লোভাকিয়ার ভেরা চাসলাভাস্কাকে (১১) ছাড়িয়ে যাবেন।

অলিম্পিক ইতিহাসে ১৮টি পদক নিয়ে সবার ওপরে আছেন সোভিয়েত ইয়নিয়নের লারিসা লিটনিনা।