মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বিধ্বস্ত হওয়ার পর বার্ন ইনস্টিটিউটে দেখা দিয়েছে এক হৃদয়বিদারক পরিস্থিতি। দগ্ধ শরীরে যখন আহতদের হাসপাতালে আনা হচ্ছে, তখন চারদিকে ছড়িয়ে পড়ছে কান্নার রোল।
সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ৩টা ৪০ম মিনিট পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে এ ঘটনায় আহত ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১ জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আর ১০ থেকে ১৫ জনকে সেখানে সেবা দেওয়া সম্ভব হবে বলে জানা গেছে। তবে আহতদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার কিছু পরেই বিমানটি বিকট শব্দে আছড়ে পড়ে স্কুল ভবনের উপর। মুহূর্তেই আগুন ধরে যায় চারপাশে।
বার্ন ইনস্টিটিউটে ভর্তি অনেকের ৩০-৪০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কেউ হাতের চামড়া হারিয়েছেন, কারো মুখ ঝলসে গেছে।
অভিভাবকেরা ছুটে এসে সন্তানকে খুঁজছেন, কেউ নাম জানে না, শুধু পোশাক দেখে শনাক্ত করার চেষ্টা করছেন।হাসপাতালের করিডোরে অসংখ্য অভিভাবক কান্নায় ভেঙে পড়েছেন। কেউ চিৎকার করছেন, কেউ হতবিহ্বল।
বিমান দুর্ঘটনায় তারেক রহমানের বার্তা, ‘সবাই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই’
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, তারা একসঙ্গে এত দগ্ধ রোগী সচরাচর দেখেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।