আন্তর্জাতিক ডেস্ক : ই.স.রাইলি বিমান হা.মলায় এক হামা.স কমান্ডা.র সপরিবারে নিহ.ত হয়েছেন। শনিবার (২১ অক্টোবর) গা.জা উপত্যকার মধ্যাঞ্চলে নিজ বাড়িতে নিহত হন আল-কাসসাম ব্রিগে.ডের কমান্ডার তালাল আল-হিন্দি। এ সময় তার স্ত্রী ফাদওয়া, মেয়ে ইসরা ও ভাতিজি বারা নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আল জাজিরা জানিয়েছে, হামাস কমান্ডার তালাল আল-হিন্দির বাড়ি লক্ষ্য করে বি.মান হাম.লা চালানো হয়। এতে বাড়িটি মুহূর্তেই ধ্বংসস্তুপে পরিণত হয়। কয়েক ডজন মানুষ বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ইসরা.ইলি বিমানবাহিনীর হামলায় সপরিবারে নি.হত হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হা.মাসের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জিহা.দ মহসিন। হামা.স সংশ্লিষ্ট একটি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গা.জা সিটির শেখ রেদওয়ানে জি.হাদ মহসিনকে লক্ষ্য করে হাম.লা চালানো হয়।
এছাড়া ওইদিন হা.মাসের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি পলিটব্যুরোর একমাত্র নারী সদস্যও ইসরাইলি বিমা.ন হাম.লায় প্রা.ণ হারান বলে জানায় ফিলিস্তিনি সংবাদমাধ্যম।
ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হামা.সের সহপ্রতিষ্ঠাতা ও নেতা আব্দেল আজি.জ আল-রানতিসির বিধবা স্ত্রী ৬৮ বছর বয়সি জামিলা আল-শান্তিকে বিমান হাম.লা চালিয়ে হ.ত্যা করেছে ই.সরা.ইল। হামা.সের সহপ্রতিষ্ঠাতা আব্দেল আজিজও ২০০৪ সালে এক বিমা.ন হাম.লায় নি.হত হয়েছিলেন।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির ওই হা.মলার পর থেকে গা.জা উপত্যকায় নজিরবিহীন আক্রম.ণ চালি.য়ে যাচ্ছে ইসরা.ইলি বাহিনী। যার ফলে এরইমধ্যে প্রায় সাড়ে ৪ হাজার ফিলিস্তিনি নিহ.ত ও ১৩ হাজার আহত হয়েছেন। ঘরবাড়ি ধ্বংস হয়েছে আরও কয়েক হাজার।
শনিবার (২১ অক্টোবর) ১৫ তম দিনের মতো গা.জায় বিমা.ন হাম.লা অব্যাহত রয়েছে। এর মধ্যে গাজা শহরে আবারও ইস.রাই.লি বি.মান থেকে লিফলেট ফেলে অধিবাসীদের শহর ছাড়ার কথা বলা হচ্ছে।
এদিকে গত দুই সপ্তাহ ধরে গা.জা অবরোধ করে রেখেছে ইসরাইল। ফিলিস্তিনিদেরকে রেশনের খাবার খেতে বাধ্য করছে। শুধু তাই নয়, পানি সরবরাহ বন্ধ করে দিয়ে নোংরা পানি পান করতে বাধ্য করছে তারা।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, হাসপাতালের জ্বালানি ও ওষুধপত্র শেষ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে শনিবার রাফা ক্রসিং খুলে হাতে গোনা কয়েকটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দেয়া হয়েছে। যাকে ‘মরুভূমিতে এক ফোটা বৃষ্টির’ সঙ্গে তুলনা করেছেন পর্যবেক্ষকেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।