ট্র্যাভেল ডেস্ক : বিমানের টিকিটের কৃত্রিম সংকট এবার অতীত। নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীর পাসপোর্ট ও ব্যক্তিগত তথ্য ছাড়া আর কোনোভাবেই টিকিট বুক করা যাবে না। এমনকি গ্রুপ টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এর ফলে এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিগুলোর দ্বারা টিকিট মজুত রাখার প্রবণতা বন্ধ হবে, যা বাজারে টিকিটের সংকট কমাবে।
এতদিন পর্যন্ত বিভিন্ন ট্রাভেল এজেন্সি এবং এয়ারলাইন্স যাত্রীর তথ্য ছাড়াই অগ্রিম টিকিট বুক করে রাখত। এতে কৃত্রিম সংকট তৈরি হয়ে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেত। বিশেষ করে মধ্যপ্রাচ্যের গন্তব্যগুলো (রিয়াদ, দাম্মাম, জেদ্দা, ওমান, দোহা, কুয়ালালামপুর) এ সমস্যা বেশি দেখা যেত। ওমরাহ যাত্রী ও প্রবাসী শ্রমিকরা উচ্চ মূল্যে টিকিট কিনতে বাধ্য হতেন।
নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে এখন থেকে কোনো এজেন্সি বা এয়ারলাইন্স বিনা পাসপোর্টে টিকিট বুক করতে পারবে না। এতে টিকিটের কৃত্রিম সংকট অনেকটাই দূর হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
লঞ্চের আগেই ফাঁস! Xiaomi 15 গ্লোবাল ভেরিয়েন্টের স্টোরেজ ও কালার অপশন
অন্যদিকে, সরকার বিমানবন্দর হ্যাঙ্গারের ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে। এর ফলে ফ্লাইট পরিচালনা ব্যয় কমবে এবং টিকিটের দামও সহনীয় হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন নিয়মের কারণে বিমানযাত্রীদের সুবিধা বাড়বে এবং সাধারণ মানুষ আরও কম খরচে বিমানে ভ্রমণ করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।