বিনোদন ডেস্ক : বিয়ে সংসার, বাচ্চা নিয়ে দীর্ঘ সময় বিরতি নিয়েছিলেন। এবার ফিরছেন‘পদ্মাবতী’ হয়ে। সিনেমাটি পরিচালনা করবেন ধীমন বড়ুয়া। দীর্ঘদিন চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে জড়িত থাকলেও ‘পদ্মাবতী’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।
‘অঙ্গার’, ‘পাষাণ’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনোমায় অভিনয় করেছেন আলোচনায় এসেছিলেন জলি। তারপরেই ডুব দেন। পরে অবশ্য কালের কণ্ঠকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন অন্তর্ধান কাহিনি।
জলি বলেন, ‘সর্বশেষ চার বছর আগে কাজ করেছিলাম ‘ডেঞ্জার জোন ’ সিনেমায়। এর গানগুলো প্রকাশ হলেও সিনেমাটি মুক্তি পায়নি। বিরতির পর আবারও ‘পদ্মাবতী’তে কাজ শুরু করতে যাচ্ছি। সিনেমার গল্প অসাধারণ।
আশা করছি ভালো একটি সিনেমা উপহার পাবেন দর্শক’। অভিনয় বিরতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সংসার নিয়ে এতদিন ব্যস্ত ছিল। আমার সন্তান ছোট থাকায় সিনেমায় সময় দিতে পারছিলাম না বলে অভিনয় বিরতিতে যেতে হয়েছে। এখন আমার সন্তানের বয়স তিন বছর। তাকে বাসায় রেখে শুটিংয়ে বের হওয়া সম্ভব হচ্ছে।
ভালো গল্প ও চরিত্র পেলে এখন থেকে নিয়মিত অভিনয় করবো বলে ভাবছি।’
ধীমন বড়ুয়া জানান, নদীমাতৃক বাংলাদেশের সংস্কৃতি ও জনগনের জীবনের গল্প নিয়ে নির্মিত হবে পদ্মাবতী। জলি ছাড়াও এতে আরও অভিনয় করবেন নবাগত নাসিক মাহী, মডেল নাদিয়া ও নাদের খান। সিনেমায় জলির সঙ্গে স্ক্রিন শেয়ার কে করছেন এখনও তা চূড়ান্ত হয়নি। শিগগিরিই শুরু হবে এর দৃশ্যধারণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।