বিনোদন ডেস্ক : আগামী ২৪ অক্টোবর ৩০-এ পা দেবেন চিত্রনায়িকা পরীমণি। চলচ্চিত্রে আসার পর থেকেই দিনটি নিয়ে বাড়তি উন্মাদনা কাজ করে তার মধ্যে। মাসখানেক আগে থেকে জন্মদিন উদযাপনের নানা পরিকল্পনা করেন। আর জন্মদিনের সন্ধ্যায় পোশাকে ও আয়োজনে চমকে দেন অনুসারীদের। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
স্বামী-সন্তান নিয়ে এবারও ঘটা করেই পরীমণি তার জন্মদিন উদযাপন করবেন, দুইমাস বয়সী ছেলের হাতে নিজের জন্মদিনের কেক কাটবেন।
জন্মদিনের উদযাপন আরও রঙ্গিন করতে জন্মদিনে নতুন গান উপহার হিসেবে পাচ্ছেন পর পরী মণি। আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার একটি গান প্রকাশিত হবে পরীর জন্মদিনে। ইমরানের কণ্ঠে ‘তুই কি আমায় ভালোবাসিস’ শিরোনামের গানটির কথা লিখেছেন শরিফ আলদ্বীন। সুর করেছেন নাজির মাহামুদ।
আবু রায়হান জুয়েল জানিয়েছেন, ‘সিনেমার প্রথম গান পরীমনির জন্মদিনে উপহার হিসেবে প্রকাশিত হচ্ছে। আমাগী বছরের জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পাবে।’
মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে সিনেমাটি নির্মিত। এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করেছেন পরী মণি, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে প্রায় ২০ শিশু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।