জুমবাংলা ডেস্ক : শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০২ জন নেতাকর্মীকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শুনানি নিয়ে অভিযোগ গঠনের কোনো উপাদান না পাওয়ায় তাদের অব্যাহতি দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহীম মিয়া।
অব্যাহতি পাওয়াদের মধ্যে আছেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরব, বিএনপি নেতা শিমুল বিশ্বাস, জয়নুল আবেদীন, সুলতান সালাউদ্দিন টুকু, ইসহাক আলী সরকার।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৩০ জানুয়ারি আদালতে হাজিরার দিন ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। ওইদিন দলের নেতাকর্মীরা হাই কোর্টের সামনে সড়ক অবরোধ করে স্লোগান দেন। পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়, বিশেষ ক্ষমতা আইনে মামলা হয় শাহবাগ থানায়। ওই মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২৮ জানুয়ারি ১০২জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।