আন্তর্জাতিক ডেস্কঃ যুবক থাকতে বছরে ২০ লাখ ডলার খরচ করা ব্রায়ান জনসন (৪৫) নেট দুনিয়ায় বেশ পরিচিত। তবে এত কষ্ট আর টাকা খরচ করার পরও তিনি বলছেন, ডেট করা বেশ কঠিন। এত কিছুর পরও আমি মনের মতো প্রেমিকা খুঁজে পাইনি।
এনডিটিভি জানিয়েছে, ব্রায়ান জনসন এর আগে তার বয়স কমানোর ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি প্রকাশ করার জন্য ভাইরাল হয়েছিলেন। এখন তিনি তার ডেটিং জীবন সম্পর্কে বলেছেন, তার চরম স্বাস্থ্য ব্যবস্থা মহিলাদের জন্য তার সাথে ডেট করা কঠিন করে তুলেছে।
তিনি জানিয়েছেন, প্রতিদিন তিনি রাত ৮ টা ৩০ মিনিটে ঘুমাতে যান। প্রতিদিন ২২৫০ ক্যালোরি খাবার খান। তিনি মদ্যপান করেন না।
জনসন সম্প্রতি এক প্রডকাস্টে জানান, তিনি অবিবাহিত এবং তার খামখেয়ালীপনাকে মেনে নেবে, এমন কাউকে প্রেমিকা হিসেবে খুঁজছেন তিনি। তবে এমন একজন সঙ্গী খুঁজে পাওয়া কঠিন।
জনসন বলেন, আমি যাদের সাথে ডেট করেছি, তাদের আমার সম্পর্কে ১০টি বিষয়ের একটি তালিকা দিয়েছি যেখানে আমার সমস্ত খারাপ দিক উল্লেখ করা আছে। যা সহ্য করা খুবই কঠিন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোম্পানি বায়োটেকের সিইও ব্রায়ান জনসন। খাতায় কলমে তার বয়স ৪৫ বছর।
তবে জনসন চান, নিজের বয়স ১৮ করে ফেলতে। আর সেই কারণেই বিপুল পরিমাণে অর্থ খরচ করেছেন তিনি। বহু দিন ধরেই মানুষের বয়স কমানোর একটি প্রকল্প নিয়ে কাজ করছেন তিনি এবং তার প্রতিষ্ঠান ‘ব্লু প্রিন্ট’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।