জুমবাংলা ডেস্ক : কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের সদ্যঃপ্রয়াত এক ব্যক্তির ঘরে প্রায় আড়াই কোটি টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম আমির হোসেন মুন্সী। তিনি এলাকায় ‘বিষ পাগলা’ নামে পরিচিত। তিনি ওই গ্রামের মাজার বাড়ির বাসিন্দা।
চিরকুমার আমির হোসেন আধ্যাত্মিক সাধক ছিলেন বলে দাবি তাঁর পরিবারের সদস্যদের। তাঁদের দাবি, ভক্তরাই তাঁকে এসব টাকা ও স্বর্ণালংকার উপহার দিয়েছেন।
গতকাল বুধবার তিতাস থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই ব্যক্তির ঘর থেকে উদ্ধার হওয়া টাকা গণনা করা হয়।
স্ত্রীর চোখের সামনে সমুদ্রের ঢেউয়ে ডুবে গেল স্বামীসহ ছেলে ও মেয়ে
খোঁজ নিয়ে জানা গেছে, আমির হোসেন মুন্সী একাই একটি ঘরে বসবাস করে আসছিলেন। গত ৮ জুলাই তিনি ৫৫ বছর বয়সে মারা যান। ঈদের কারণে তাৎক্ষণিক তাঁর বসবাসের ঘরে কেউ প্রবেশ না করলেও ঈদের পর গত মঙ্গলবার তাঁর আত্মীয়-স্বজনরা ঘরটি পরিষ্কার করতে যান। ঘর পরিষ্কারের একপর্যায়ে আলমারি খুললে তাতে সাজানো টাকার ব্যান্ডেল দেখতে পান তারা। বিষয়টি তারা এলাকার গণ্যমান্য ও জনপ্রতিনিধিদের জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।