বিচ্ছেদের খুশিতে ডিভোর্স পার্টি দিলেন তরুণী, তারপর যা ঘটলো

বিচ্ছেদের খুশিতে ডিভোর্স

আন্তর্জাতিক ডেস্ক : বিচ্ছেদ মানেই তিক্ততা–এই কথাটিতে ভুল প্রমাণ করতেই বিয়ে ভাঙার ‘আনন্দে’ ডিভোর্স পার্টির আয়োজন করেছিলেন এক তরুণী। সেই পার্টিই জীবনের মোড় ঘুরিয়ে দেয় তার।

বিচ্ছেদের খুশিতে ডিভোর্স

অস্ট্রেলিয়ার তরুণী গ্যাব্রিয়েলা ল্যান্ডলফি(২৯) ২০১৯ সালে আয়োজন করেছিলেন ওই ডিভোর্স পার্টির। তিনি ওয়েটার হিসেবে নিয়োগ করেছিলেন কয়েকজনকে।

ডিভোর্স পার্টির পরদিনই মোবাইলে একটি টেক্সট মেসেজ পান গ্যাব্রিয়েলা। তিনি ঠিক আছেন কি না জানতে চেয়ে মেসেজটি করেছিলেন ওই পার্টিতে গ্যাব্রিয়েলার ভাড়া করা ওয়েটার জন। সেই মেসেজ থেকেই শুরু।

লাল শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজে দুর্দান্ত ড্যান্স দিলো সুন্দরী যুবতী

এরপর আস্তে আস্তে জনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান গ্যাব্রিয়েলা। এক সময় জনকে বিয়েও করেন তিনি। গ্যাব্রিয়েলা ভুলেও ভাবেননি ডিভোর্স পার্টি থেকেই সাবেন নতুন জীবনসঙ্গীর খোঁজ। এজন্যই হয়তো বলা হয়ে, যেকোনো পরিস্থিতি থেকেই প্রেম হতে পারে। যেমনটা গ্যাব্রিয়েলার ক্ষেত্রে হয়েছে নিজের ডিভোর্স পার্টি থেকে।