লাইফস্টাইল ডেস্ক : ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা জীবনের কোনো এক পর্যায়ে সাধারণ মানুষের চোখে নির্বোধ বা অদ্ভুত মনে হতেন। তবে তারা অন্যের কথায় কান না দিয়ে নিজেদের মেধা ও দূরদৃষ্টি অনুসরণ করতেন। শেষ পর্যন্ত তারাই হতেন সবচেয়ে বুদ্ধিমান এবং সফল। কারণ প্রকৃত সফলতা বাহ্যিক প্রদর্শনীতে নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে নিহিত।
সফল ব্যক্তিদের একটি বিশেষ গুণ হলো চুপ থাকা এবং বুঝে-শুনে কথা বলা। এই বিষয়ে ইসলামও আমাদের একই শিক্ষা দেয়।
এই প্রসঙ্গে একটি শিক্ষণীয় গল্পও রয়েছে। এক দেশে এক মন্ত্রী ছিলেন যিনি রাজার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করতেন। মন্ত্রী এতটাই বুদ্ধিমান ছিলেন যে, রাজা তার পরামর্শ ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন না। তবে রাজদরবারের অন্যরা তাকে হিংসা করত। একদিন রাজা মন্ত্রীকে বললেন, “তুমি এত বুদ্ধিমান, অথচ তোমার ছেলে একেবারে নির্বোধ।”
রাজা অভিযোগ করলেন, প্রতিদিন সকালে গ্রামের বাজারে গেলে মন্ত্রীর ছেলেকে তিনি দুটি মুদ্রার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করেন, “সোনার দাম বেশি নাকি রূপার?” ছেলেটি প্রতিবারই উত্তর দেয়, “রূপার দাম বেশি।” এতে সবার হাসাহাসির কারণ হয়ে দাঁড়ায় মন্ত্রীর ছেলে।
বাড়ি ফিরে মন্ত্রী তার ছেলেকে জিজ্ঞাসা করলেন কারণ কী। ছেলে জানালো, রাজা প্রতিদিন তার সামনে একটি সোনার এবং একটি রূপার মুদ্রা রাখেন। যদি সে সঠিক উত্তর দিয়ে সোনার মুদ্রা তুলে নেয়, তাহলে রাজা মনে করবেন তার আর বিনা কারণে সোনার মুদ্রা দেওয়া উচিত নয়। সেদিন থেকেই রাজা আর তাকে কিছু দেবেন না। কিন্তু রূপার মুদ্রা নিতে থাকলে রাজা প্রতিদিন খুশি হয়ে হাসেন এবং তাকে রূপার মুদ্রা দিয়ে যান।
ছেলে তার বাবাকে একটি বাক্স দেখাল, যা রূপার মুদ্রায় পূর্ণ। এভাবে দিনের পর দিন ছোট ছোট রূপার মুদ্রা জমিয়ে সে বড় সম্পদ তৈরি করেছিল। মন্ত্রী তখন উপলব্ধি করলেন, তার ছেলে আসলে নির্বোধ নয়; বরং দূরদৃষ্টি ও ধৈর্যের এক চমৎকার উদাহরণ।
এই গল্প আমাদের শেখায়—জীবনে কখনো নিজেকে অতিরিক্ত চালাক প্রমাণের চেষ্টা করা উচিত নয়। কখনো অতিরিক্ত লোভী হওয়া উচিত নয়। নিজের সিদ্ধান্তের সঠিকতা অন্যের সামনে বারবার প্রমাণ করতে যাওয়া ঠিক নয়। প্রকৃত বুদ্ধিমত্তা চুপচাপ কাজ করা এবং সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়ার মধ্যে নিহিত।
বুদ্ধিমানরা জানেন, কখন কথা বলা উচিত আর কখন নীরব থেকে কাজ চালিয়ে যাওয়া উত্তম। তারা জানেন, অন্যেরা যতই তুচ্ছ-তাচ্ছিল্য করুক না কেন, প্রকৃত অর্জন নীরবে ও ধৈর্যের সাথে গড়ে ওঠে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel