Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home চৈত্রের বৃষ্টি বোরো ধানের জন্য ভালো হলেও শঙ্কায় আম-লিচু
    জাতীয়

    চৈত্রের বৃষ্টি বোরো ধানের জন্য ভালো হলেও শঙ্কায় আম-লিচু

    March 26, 20245 Mins Read

    জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়েছে বৃষ্টি। শেষ সপ্তাহের শুরুতে ব্যাপক শিলাবৃষ্টিও হয়েছে। স্বাভাবিকভাবেই কৃষক ও কৃষি সংশ্লিষ্টরা ফসলের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগে আছেন। খবর বিবিসি’র।

    dhan

    তবে চৈত্রের এ বৃষ্টিতে ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। বরং এখনকার প্রধান ফসল বোরো ধানের জন্য এ বৃষ্টি আশীর্বাদ বলে মনে করছেন তারা।

    যদিও আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আবারো বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফদতর।

    তবে বিভিন্ন জেলার কৃষি কর্মকর্তা ও কৃষকরা জানাচ্ছেন, বৃষ্টি বেশি হলে রাজশাহী ও দিনাজপুরে আম ও লিচুর ওপর প্রভাব পড়বে। আমের মুকুল ঝরে পড়ারও আশঙ্কা রয়েছে।

    আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হয়েছে

    আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    একই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

    রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

    মদঙ্গলবার থেকে আবার বৃষ্টি বাড়তে পারে বলে অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।

    ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’ এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর পূর্বাভাস দিয়েছে।

    একই সাথে এসব বিভাগে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

    তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

    তবে বুধবার ২৭ মার্চ অবস্থা পরিবর্তনের কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

    শুধুমাত্র রংপুর বিভাগের দু’এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদফতর।

    এছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

    ফসলের ওপর প্রভাব

    কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে জানানো হয়েছে, শিলাবৃষ্টি শুধু রাজধানী ঢাকা বিভাগে হওয়াতে ফসলের ওপর তেমন কোনো প্রভাব পড়েনি। এখন যেসব ফসল মাঠে রয়েছে তাতে ক্ষতির তেমন কোনো তথ্য নেই।

    অধিদফতর বলছে, এখন প্রধান ফসল বোরো ধান। শিলাবৃষ্টি শুধু ঢাকা বিভাগে হওয়াতে ফসলের ওপর এর প্রভাব পড়েনি।

    দেশে এ বছর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ৫০ দশমিক ৪০৪ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ২২২ দশমিক ৫৬৪ লাখ টন।

    অধিদফতর জানাচ্ছে, এবার বোরো ধান আবাদের অগ্রগতি অন্যান্য বারের চেয়ে বেশি। যা ৫০ দশমিক ৫১৫ লাখ হেক্টর।

    বোরো ধান রোপণ করা শুরু হয় নভেম্বর মাস থেকে। মার্চের ১০ থেকে ১৫ তারিখ পর্যন্ত রোপণ করা হয়।

    আর এপ্রিলের ১৫ তারিখের পর থেকে হাওরে বোরো ধান কাটা শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

    সুনামগঞ্জ জেলার কয়েকজন কৃষক জানিয়েছেন, ধানের জন্য এই বৃষ্টি ভালো হয়েছে। ফলে এখন আর সেচ দিতে হবে না।

    কৃষি সম্প্রসারণ অধিদফতর বিভিন্ন জেলা থেকে ২৪ ঘণ্টায় প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিবেদন তৈরি করে।

    অধিদফতরের সরেজমিন উইংয়ের পরিচালক তাজুল ইসলাম বলেন, ‘যে বৃষ্টি হয়েছে তাতে ফসলের ক্ষতির কোনো রিপোর্ট পাওয়া যায়নি। বরং এটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ হয়েছে। বৃষ্টি বোরো ধানের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।’

    এই মুহূর্তে মাঠে পেঁয়াজ, গম, আলু, রসুন, ভুট্টা, সূর্যমুখী, গ্রীষ্মকালীন ফসল রয়েছে বলে জানান তাজুল ইসলাম।

    তিনি বলেন, ‘৯০ শতাংশ আলু ইতোমধ্যেই মাঠ থেকে তুলে ফেলা হয়েছে, শিলাবৃষ্টিতে আমের মুকুলের ক্ষতির তথ্য পাইনি।’

    দেশে নভেম্বর মাসের শুরু থেকে আলু রোপণ শুরু হয়। এপ্রিল পর্যন্ত থাকবে।

    বিভিন্ন জেলার কৃষি কর্মকর্তারা জানান, এরই মধ্যে বেশ কিছু এলাকায় আলু তোলা হয়ে গেছে। এই বৃষ্টিতে তেমন কোনো সমস্যা হয়নি, বাকি যা আছে তাতে বৃষ্টি বেশি না হলে সমস্যা হওয়ার কথা নয়।

    দেশে রবি, খরিফ-১, খরিফ-২ তিন কৃষি মৌসুমেই পেঁয়াজ চাষ করা হয়। কোনো কোনো জেলায় এক বা দুই মৌসুমেও পেঁয়াজের চাষ করা হয়।

    বাংলাদেশে প্রায় দুই দশমিক ১৬ লাখ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন হয়।

    কৃষি কর্মকর্তারা জানান, উৎপাদিত পেঁয়াজের প্রায় শতভাগ শীতকালেই উৎপাদিত হয়। উৎপাদন ও আমদানি বিবেচনায় এদেশের বার্ষিক পেঁয়াজের চাহিদা প্রায় ৩৫ লাখ টন।

    গত কয়েক বছরে ধারাবাহিকভাবেই পেঁয়াজের উৎপাদন বাড়ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

    তারা বলছেন, বেশিভাগ জায়গাতেই পেঁয়াজ জমি থেকে তুলে ফেলা হয়েছে। তবে দেখা যায় দাম বিবেচনা করে কেউ আগে পেঁয়াজ তোলে, আবার কেউ পরে।

    পাবনার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: শাহ আলম বলেন, ‘যে বৃষ্টিপাত হয়েছে তাতে জমিতে এক থেকে দুই সেন্টিমিটার পানি এমনিতেই প্রয়োজন। এটা বোরোর জন্য ভালো হয়েছে।’

    দেশে পাবনার সাথিয়া, সুজানগর ও পাবনা সদরে পেঁয়াজের চাষ বেশি হয়।

    সুজানগর উপজেলার কয়েকজন পেঁয়াজ চাষী জানান, ‘মাঠের সব পেঁয়াজ এখনো উঠেনি। বৃষ্টিতে যে পানি জমেছে তা না নামলে বাকি পেঁয়াজ নষ্ট হবে।’

    আর পাবনার চাটমোহরে রসুনের চাষ সবচেয়ে বেশি হয়। সেখানে বিনা-চাষের রসুন বেশি হয়। অর্থাৎ এ রসুন রোপণ করতে জমি চাষের প্রয়োজন হয় না।

    কৃষি কর্মকর্তারা বলছেন, পাবনার চাটমোহরের এই রসুন থেকে বাংলাদেশের রসুনের চাহিদার বেশিভাগটাই পূরণ হয়।

    কৃষি কর্মকর্তা শাহ আলম বলেন, ‘রসুন, পেঁয়াজ বা মরিচের জমিতে এখনো জলাবদ্ধতার কোনো খবর পাওয়া যায়নি।’

    কৃষি কর্মকর্তারা বলছেন, শিলাবৃষ্টি বেশি হলে রাজশাহী ও দিনাজপুরে আম ও লিচুর ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

    বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো: মতলুবর বলেন, ‘এ এলাকায় শিলাবৃষ্টি হয়নি। বেশিভাগ জমি থেকেই আলু উঠানো হয়েছে। মরিচের জমিতে পানি জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি। ফলে তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই।’

    কাটা পেঁয়াজ ১ মাস পর্যন্ত সংরক্ষণের নিয়ম

    তিনি বলেন, ‘বোরোর জন্য এ বৃষ্টি শাপে বর হয়েছে। সেচ লাগবে না এখন।’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় আম-লিচু চৈত্রের জন্য ধানের বৃষ্টি বোরো বোরো ধান ভালো শঙ্কায় হলেও
    Related Posts
    Sonchoypotro

    সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম

    May 15, 2025
    Mobile Internet

    মোবাইল ইন্টারনেটের দাম কমাতে কঠোর হুঁশিয়ারি সরকারের

    May 15, 2025
    Asif Nazrul

    মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল

    May 15, 2025
    সর্বশেষ সংবাদ
    Eye
    কোনো রোগের ঝুঁকি আছে কি না বুঝে নিন চোখ দেখে
    ওয়েভ সিরিজ
    নেট দুনিয়া কাঁপাচ্ছে নতুন এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
    Sonchoypotro
    সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম
    Madhuri Dixit
    মাধুরী দীক্ষিতের পড়াশোনা কতদূর? জানুন ‘ধক ধক গার্ল’-এর অজানা তথ্য
    ভাত
    ভাত ঝরঝরে রাখার ১০টি সহজ কৌশল
    Infinix GT 30 Pro
    Infinix GT 30 Pro Price in Bangladesh and India: Full Review & Market Guide
    ওয়েব সিরিজ
    উল্লুর নতুন ওয়েব সিরিজে কাঁপাচ্ছে নেট দুনিয়া, একা দেখাই ভাল!
    CMF Phone 2 Pro
    CMF Phone 2 Pro Price in Bangladesh and India – Full Specs, User Reviews & Global Price Comparison
    Xiaomi 16
    Xiaomi 16: শক্তিশালী ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ফিচারের নতুন ফ্ল্যাগশিপ ফোন
    Mobile Internet
    মোবাইল ইন্টারনেটের দাম কমাতে কঠোর হুঁশিয়ারি সরকারের
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.