বিনোদন ডেস্ক : মেহেন্দির রাত। নাচ গানের আসর বসেছিল পাকিস্তানের অজানা কোনও শহরে। রঙিন ঝাড়লণ্ঠনের চাঁদোয়ার নীচে নাচছিলেন পাকিস্তানি কন্যা। গানের লব্জ পাকিস্তানি নয়, ভারতীয়।
ভারত-পাক সীমান্তে যতই বিরোধ থাক সংস্কৃতিতে দুই প্রতিবেশী দেশকে যে আলাদা করা মুশকিল, তা আরও একবার বুঝিয়ে দিলেন এক পাকিস্তানি কন্যা।
দিন কয়েক আগেই ভারতীয় শিল্পী লতা মঙ্গেশকরের গানে নেচে তাক লাগিয়েছিলেন এক পাক-তরুণী। এ বার নেটাগরিকদের মন জিতলেন পাকিস্তানের এক কনে। নিজের বিয়ের মেহেন্দির রাতে বলিউডের একটি জনপ্রিয় ছবির গান বেছে নিয়ে তাতে চুটিয়ে নাচলেন তিনি। যা দেখে ছবির নায়িকাদের সঙ্গেও পাকিস্তানের কনের তুলনা টেনে বসলেন অনেকে।
মেহেন্দির রাতে নাচ গানের আসর বসেছিল পাকিস্তানের অজানা কোনও শহরে। রঙিন ঝাড়লণ্ঠনের চাঁদোয়ার নীচে নাচছিলেন পাকিস্তানি কন্যা। তবে সেউ গানের লব্জে উর্দু নয়। করন জোহর পরিচালিত ছবি ‘কভি খুশি কভি গম’-এর গান বোলে চুড়িয়ার তালে নেচেছেন ওই পাক কনে।
প্রাথমিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২৮ ফেব্রুয়ারির মধ্যে আসতে পারে
ইনস্টাগ্রামে সেই নাচ-গানের একটি ভিডিও প্রকাশ্য়ে এসেছে। ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে লাখোবার দেখা হয়ে গিয়েছে। তবে ওই ভিডিওটির সত্যতা যাচাই করেনি জুমবাংলানিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।