জুমবাংলা ডেস্ক: নরসিংদীতে বিয়ে বাড়িতে খাবার কম দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (২০ মে) বিকেলে নরসিংদীর রায়পুরার পূর্ব হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রায়পুরার মুসাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ের সঙ্গে রায়পুরা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের আতাউরের ছেলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। সেই সূত্র ধরেই দুই পরিবারের সম্মতিতে ২০ মে শুক্রবার বিয়ের দিন ধার্য হয়। দুপুরের পর বরযাত্রী আসলে শুরু হয় খাওয়া-দাওয়া। এক পর্যায়ে বরপক্ষকে খাবার পরিমাণে কম দেয়ায় বরের বাবা রফিকুল ইসলাম খাবার ভর্তি প্লেট ফেলে দেন।
এরই জেরে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জেরে বিয়ে সম্পন্ন না করেই ফিরে যায় বরযাত্রীরা।
রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, বর পক্ষকে খাবার কম দেয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়েছে বলে জেনেছি। তবে এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।