বিয়ের পোশাকে ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন

বিয়ের পোশাকে

আন্তর্জাতিক ডেস্ক : ১৬ বছর বয়সে ন্যান্সির সঙ্গে দেখা হয়েছিল মেলভিনের। স্কেটিং রিঙ্কে দেখা হয়েছিল তাদের। সম্প্রতি তারা বিয়ের ৭০ বছর উদযাপন করেছেন।

বিয়ের পোশাকে

বিশেষ দিনটি উদযাপন করতে ৮৭ বছরের ন্যান্সি লুবার্স পরেছিলেন তার বিয়ের দিনের পোশাক। বিয়ের ৭০ বছর উদযাপনের দিনে সামরিক পোশাক পরেছিলেন ৯১ বছরের মেলভিন।

ন্যান্সি ও মেলভিনের বিয়ের ৭০ বছর পূর্তির মুহূর্তটি ক্যামেরাবন্দি তাদের নাতনি আনা। কাকতালীয়ভাবে আনা পেশাদার ওয়েডিং ফটোগ্রাফার হিসেবেই কাজ করেন।

এবার নানা-নানির ছবিও তুললো সে। আনা জানিয়েছে, বিয়ের দিনে নানা-নানি খুব বেশি ছবি তোলেননি। তাই আমি বিয়ের পোশাকে নানির ছবি তুলে দিয়েছি।

আইপিএলে অভিষেক হচ্ছে ভাই, খবর পেয়ে উচ্ছ্বসিত সারা

পিপলস সাময়িকী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার বাসিন্দা ন্যান্সি ও মেলভিনের সংসারে আছে ৫টি ছেলে মেয়ে ও ১২ নাতি-নাতনি। নাতি-নাতনিদের সংসারে আছে ২১টি সন্তান।