পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে যে প্রস্তাব দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আগ্রাসন শুরুর পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। এবার এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে পর্যালোচনার বিনিময়ে কৃষ্ণ সাগরের বন্দরগুলো খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহেই ইউক্রেন থেকে শস্য রফতানি চালুর জন্য কৃষ্ণ সাগরের বন্দরগুলো খুলে দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘ।

এ ব্যাপারে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ডেভিড বিসলে বলেছিলেন, এসব বন্দর বন্ধ রাখার ফলে বিশ্বব্যাপী খাদ্য সংকট পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

তবে এবার এসব বন্দর খুলে দেওয়ার বিনিময়ে রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা পর্যালোচনার শর্ত দিয়েছে মস্কো। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্বের অন্যতম বৃহত্তম শস্য উৎপাদনকারী দেশ ইউক্রেন। দেশটি বেশিরভাগ শস্য রফতানির জন্য সমুদ্র বন্দর ব্যবহার করত। তবে এখন ট্রেন এবং এর ছোট দানিউব নদীর বন্দর ব্যবহার করে শস্য রফতানি করছে ইউক্রেন।

রাশিয়ায় বাজারে কোক ও ফান্টার বিকল্প পানীয়