জুমবাংলা ডেস্ক : শুক্রবার ২৩ শর্তে বিএনপি-আওয়ামী লীগকে মহাসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এজন্য বিএনপিকে রাজধানীর নয়াপল্টনে ও আওয়ামী লীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সভা করার অনুমতি দেয়া হয়।
বৃহস্পতিবার (২৭ জুলাই) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তিনি জানান, ২৩ শর্তে বিএনপিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আওয়ামী লীগের তিন ভাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। আজ কর্মদিবসে সমাবেশ না করায় তিনি এসময় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান।
এর আগে বুধবার সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার দুপুর ২টায় করার ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপির বৃহস্পতিবারের সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে হবে।
বিএনপির মহাসমাবেশ পেছানোর আনুষ্ঠানিক ঘোষণার আধাঘণ্টার মধ্যে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ পেছানোর ঘোষণা আসে।
বুধবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শুক্রবার দুপুর আড়াইটায় হবে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে হবে তাদের সমাবেশ।
কিন্তু বৃহস্পতিবার সকালে বিএনপি নয়াপল্টনে সমাবেশের অনড় অবস্থানের কারণে আওয়ামী লীগও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার ঘোষণা দেয়।
ইন্টারনেট সেবায় দেশে স্টার লিংকের পাইলট কার্যক্রম শুরু হচ্ছে
এরপর আজ বৃহস্পতিবার বিকাল চারটা দুই দলকেই ২৩ শর্তে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। এতে বলা হয় কোনো দলে সমর্থকই কাঁধে ব্যাগ আনতে পারবে না। এছাড়া নিজ নিজ নিরাপত্তায় স্বেচ্ছাসেবক রাখতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।