নারায়ণগঞ্জের রূপগঞ্জ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি পরিবারকে বৈধ গ্যাস সংযোগের আওতায় আনা হবে এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে নিরবচ্ছিন্নভাবে। একই সঙ্গে বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (২৮ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা চালানোর সময় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
গণসংযোগে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির প্রধান লক্ষ্য। দীর্ঘ সময় ধরে জনগণ গ্যাস, বিদ্যুৎ ও কর্মসংস্থানের অভাবে চরম ভোগান্তির শিকার হয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে এসব সমস্যার টেকসই ও স্থায়ী সমাধান করা হবে।
এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফ আহমেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
এছাড়া উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট হেলাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়া, ক্রীড়া সম্পাদক এরফান ভুঁইয়াসহ স্থানীয় পর্যায়ের বিএনপি নেতারা।
গণসংযোগে আরও অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা মেহেদী হাসান ও আমিরুল ইসলাম ইমন।
এছাড়াও দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম রুবেল, সহসভাপতি বাদল সিকদার, ইউনিয়ন ছাত্রদলের নেতা ইসহাক, নয়ন সরকার ও আরিফসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


