সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কার্যকলাপের সময় হাতেনাতে ধরা পড়া ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বহিষ্কৃত ওই নেতার নাম- মো. সিরাজুল ইসলাম মুনজেল। তিনি দৌলতপুর উপজেলা ধামশ্বর ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক ছিলেন।
শনিবার (১২ জুলাই) দলীয় প্যাডে উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী এবং অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানিকগঞ্জ জেলা, দৌলতপুর উপজেলা ধামশ্বর ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুনজেলকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তার সাথে জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে কোন প্রকার যোগাযোগ না রাখতে বলা হলো। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হবে।
এর আগে, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ধামশ্বর ইউনিয়নের চর দেশগ্রাম এলাকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে ওই বিএনপি নেতা ও প্রবাসীর স্ত্রীকে হাতেনাতে আটক করে সারারাত গাছের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয়রা। এ ঘটনার পর তাদেরকে বেঁধে রাখার কিছু ছবি স্যোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয় এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।