জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল রবিবার রাতে তাঁদের বরণ করে নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী হাসনাত হোসাইন।
উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের আলমপুরে বরণ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগ। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য ইয়াহিয়া আহমদ সুমনের নেতৃত্বে পূর্ব পাগলায় ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল বিএনপি নেতাকর্মীরা এই অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগ দেন।
একই দিন রাতে পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আরো কয়েকজন নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন। তাঁদেরকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি নূর হোসেন।
আওয়ামী লীগে যোগদানকারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া আহমদ সুমন বলেন, ‘আমরা হরতাল-অবরোধের নামে দেশের সম্পদ ধ্বংসের বিপক্ষে। এমন জ্বালাও-পোড়াও আমরা পছন্দ করি না।
এসবের প্রতিবাদে নেতাকর্মীদের নিয়ে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছি।’
তিনি বলেন, ‘আমাকে যখন দায়িত্বশীল নেতারা বোমা হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন সন্ত্রাস করতে নির্দেশ দেন তখন আমার বিবেক নাড়া দিয়েছে। তাই এই নির্দেশ অমান্য করে আমি পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছি।’
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন বলেন, ‘ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
আমরা তাঁদের ফুল দিয়ে বরণ করেছি। তাঁরা বিএনপির জ্বালাও-পোড়াও আদেশ অমান্য করে আওয়ামী লীগের উন্নয়নের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। তাঁদেরকে আমরা স্বাগত জানিয়েছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।