বগুড়ায় ফল মা‌র্কেটে আগু‌ন, পুড়লো ১২‌টি দোকান

bogra

জুমবাংলা ডেস্ক : বগুড়া শহ‌রের সাতমাথা এলাকার বিআর‌টি‌সি মা‌র্কেট সংলগ্ন ফল মা‌র্কেটে আগুনে ১২‌টি দোকান পুড়ে গেছে।

bogra

শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত ১টার পর মা‌র্কেট‌টি‌তে এই অগ্নিকা‌ণ্ড ঘ‌টে। খবর পে‌য়ে বগুড়া ফায়ার সা‌র্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বগুড়া ফায়ার সা‌র্ভিস অ্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্সের সহকা‌রি প‌রিচালক ম‌ঞ্জিল হক।

ফল মা‌র্কেটের ব্যবসায়ীরা জানান, এখা‌নে তাদের ১২‌টি দোকান ছি‌লো। প্রতি‌টি দোকা‌নেই মাল দি‌য়ে ভ‌র্তি ছি‌লো। প্রতি‌টি দোকা‌নে ১২ থে‌কে ১৫ লাখ টাকার মাল ছি‌লো। বেচাকেনার পর তাদের রে‌খে যাওয়া নগদ টাকাসহ সবকিছু পু‌ড়ে ছাই হ‌য়েছে। তারা এখন নিঃস্ব।

বগুড়া ফায়ার সা‌র্ভিসের সহকা‌রি প‌রিচালক ম‌ঞ্জিল হক ব‌লেন, আমরা রাত ১টা ১০ মি‌নি‌টে আগুন লাগা‌র খবর পাই। প‌রে স‌ঙ্গে স‌ঙ্গে আমা‌দের তিনটি ইউনিট ঘটনাস্থ‌লে আসে। ২০ মি‌নি‌টের ব্যবধা‌নে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা।

জিম্মি জাহাজে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে জলদস্যুরা

আগু‌নের সূত্রপাত সম্প‌র্কে তি‌নি ব‌লেন, এই মুহূর্তে আমরা নি‌র্দিষ্ট ক‌রে বলতে পার‌ছিনা আস‌লে আগু‌নের সূত্রপাতটা হ‌লো কিভা‌বে। ত‌বে প্রাথ‌মিকভা‌বে আমরা ধারণা কর‌ছি হয়‌তো বৈদ্যুতিক গোল‌যোগ থে‌কে হ‌তে পা‌রে। ক্ষয়ক্ষতির প‌রিমাণও এই মুহূর্তে নিরুপণ করা যায়‌নি, ত‌বে প্রতি‌টি দোকা‌নে খেজুরসহ অন্যান্য ফলমু‌ল ছি‌লো।