জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জঙ্গল পাইরাং পূর্বপাশে মুহুরি খামার এলাকায় বন্যহাতির শাবককে স্থানীয় শিশুদের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা যায়। হাতি শাবকটিকে বনে ছেড়ে দিয়ে আসলেও বারবার লোকালয়ে এসে শিশুদের সঙ্গে খেলায় মেতে ওঠে।
বনবিভাগ সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে শাবকটি পাহাড়ের ঢালু থেকে পড়ে আহত হয়। বনবিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা করে হাতির শাবকটিকে বনের মধ্যে ছেড়ে দেওয়া হয়। সেটি বারবার লোকালয়ে চলে আসে। স্থানীয় শিশুদের সঙ্গে খেলাধুলায় মেতে ওঠে।
বাঁশখালী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, বন্যহাতির শাবকটি কয়েক দিন আগে পাহাড়ের ঢালু থেকে পড়ে আহত হয়েছিল; আমরা বন বিভাগের পক্ষ থেকে শাবকটিকে কয়েক দিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছি। বন বিভাগের তত্ত্বাবধানে প্রতিদিন ইনজেকশন ও ওষুধ খাওয়াচ্ছি।
তিনি জানান, গহীনে ছেড়ে দিয়ে আসা হলেও শাবকটি বারবার লোকালয়ে চলে আসে। ধারণা করা হচ্ছে বন্য শাবকটির মা কাছের পাহাড়ে না থাকায় বাচ্চাটি মনে হয় বারবার লোকালয়ে চলে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।