জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হওয়ার পর প্রথম ৩১ দিনে পারাপার হয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৭টি যানবাহন; তাতে টোল আদায় হয়েছে ৪ কোটি টাকারও বেশি।
বুধবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।
তিনি জানান, ‘আজ সকাল ৬টা পর্যন্ত চার কোটি ১২ লাখ ২১ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে। টানেলে চলাচল করা যানবাহনের মধ্যে ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও ছোট গাড়ি বেশি ছিল। ভারী যানবাহন তুলনামূলক কম চলাচল করেছে।’
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন সকাল ৬টায় সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় টানেলের দ্বার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।