বিনোদন ডেস্ক : টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের বিস্তীর্ণ এলাকা। বন্যার পানিতে ডুবেছে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। এই অবস্থায় বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষকে উদ্ধার করতে স্পিড বোট নিয়ে ফেনীতে যাচ্ছেন তরুণ সংগীতশিল্পী ‘কুঁড়েঘর’ ব্যান্ডদলের ভোকাল তাসরিফ খান। তার সঙ্গে আছেন কিটো ভাইখ্যাত কনটেন্ট ক্রিয়েটর মাসরুর রাব্বি ইনান ও তার টিম।
সামাজিক মাধ্যম ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেছেন তাসরিফ, যেখানে জীবন রক্ষাকারী বয়া ও স্পিড বোট দেখা যাচ্ছে। ক্যাপশনে তাসরিফ লিখেছেন, লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে ২টি স্পিড বোট নিয়ে ফেনীতে বন্যায় বিপদগ্রস্ত মানুষকে রেসকিউ করতে যাচ্ছি। আল্লাহ চাইলে খুব দ্রুত পৌঁছে আমরা দুপুর থেকে রাত অবধি কয়েক শিফটে কাজ কারার চেষ্টা করবো। কিটো ভাই আর তার টিমও সঙ্গে আছে।
সেনাবাহিনী এবং নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ হয়েছে। উনাদের থেকে তথ্য নিয়ে এবং দিয়ে একসঙ্গে কাজ করার চেষ্টা করবো। কার্যক্রম শুরু করে নেটওয়ার্ক পেলে আপনাদের কে যোগাযোগের নাম্বার দেব এবং আপডেট জানবো।
সিলেটে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, দুঃখের হলেও সত্য যে একটা বড় অংশের মানুষ কিন্তু ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চান না। পরবর্তীতে তারাই সবচেয়ে বিপদের সম্মুখীন হয়ে থাকে। তাদের কে সম্ভব হলে খুঁজে বের করে সহায়তা দেয়ার চেষ্টা করবেন। আমরাও তাই করার চেষ্টা করবো।
যুবক যারা আছেন আপনারা টিম করে মাওয়া অথবা লক্ষীপুর থেকে ট্রাকে করে স্পিডবোট নিয়ে উদ্ধার কার্যক্রমে এগিয়ে আসুন। এখন ত্রাণ দেয়ার চাইতে মানুষকে উদ্ধার করাটা বেশি জরুরী।। এই অঞ্চলে যথেষ্ট পরিমাণে সাপের উপস্থিতি রয়েছে তাই যারাই কাজ করছেন বা করতে আসবেন, দয়া করে সতর্কতা অবলম্বন করবেন। দোয়া করবেন আমাদের জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।